সকল মেনু

জুমাতুল বিদায় চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদে লাখো মুসল্লির নামাজ আদায়

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: জুমাতুল বেদার নামাজ আদায় করার জন্য চাঁদপুরের ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদে লাখো মুসল্লীর সমাবেশ ঘটেছিল। সকাল থেকে চাঁদপুর ছাড়াও এর আশপাশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা রমজানের শেষ জুমার নামাজ আদায় করার জন্য হাজীগঞ্জ আসতে থাকে। বেলা সাড়ে ১২ টা নাগাদ মসজিদ প্রাঙ্গণ ছাড়িয়ে মুসল্লীদের কাফেলা ছড়িয়ে পড়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কসহ আশপাশের বিভিন্ন বাড়ি, দোকান ও ভবনের চাদে। নিরাপওার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।  ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের মোতওয়াল্লী ড. আলমগীর কবির পাটওয়ারী জানান,এটা দেশের সর্ববৃহত পবিত্র জুমাতুল বিদার জামাত । প্রতি বছরই এখানে বিপুর পরিমাণ লোক সমাগম ঘটে।  নামাজের ইমামতি করেন, আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আ: রউফ। নামাজ শেসে ফিলিস্তনসহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি ও অগ্রগতির জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়। এ সময় আমিন আমিন ধ্বণিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। নামাজের জন্য দুপুর ১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top