সকল মেনু

মৌলভীবাজারের কিশোর-কিশোরী সম্মেলনে-মেহের আফরোজ চুমকি

 মৌলভীবাজার প্রতিনিধি,১৯এপ্রিল: ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরির্বতনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন র্শীষক কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্টিত হয়। শনিবার দুুপুরে রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগান মাঠে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহা পরিচালক আশরাফ হোসেন, পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান, ইউপি চেয়ারম্যান ছাতির মিয়া, বানু লাল রায় প্রমূখ। সম্মেলনে জেলার ৬৭টি ক্লাবের প্রায় দেড় হাজার কিশোর-কিশোরী অংশ গ্রহন করেন। এ সময় বক্তারা বলেন, যৌতুক, বাল্য বিবাহ, যৌন হয়রানী ও নারী নির্যাতনের বিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত ক্লাব গুলো গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। বিশেষ করে জেন্ডার সমতা অর্জন করে পারস্পরিক শ্রদ্ধাবোধ সমুন্নত রাখবে। এরপর তারা নারী-পুরুষ বন্ধুতের অঙ্গিকার নিয়ে শপথ গ্রহন করেন। শেষে ক্লাব সংগঠনের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্টান উপভোগ করেন অতিথিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top