সকল মেনু

ভুরুঙ্গামারীতে অপহৃত শিশু উদ্ধার অপহরণকারী গ্রেফতার

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গত ২০ এপ্রিল অপহৃত শারজাত হোসেন প্রান্ত নামের শিশুকে উদ্ধারসহ তার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।অপহরণকারীর নাম নুর ইসলাম। জানা যায়,কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট বানুর কুটি গ্রামের আব্দুল করিমের পুত্র নুর ইসলাম (২৭) গাজীপুর কোনাবাড়ির আমবাগ এলাকায় রাজমিস্ত্রির কাজ করে আসা অবস্থায়  ঐ এলাকার ছালামের বাড়িতে যাতায়াতের সুবাদে গত ২০ এপ্রিল তার পুত্র শারজাত হোসেন  প্রান্ত  (৭) কে বিস্কুট ও আর,সি কোলা খাওয়ানোর লোভ দেখিয়ে অপহরণ করে।এরপর উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামে মামাতো বোন  আমেনার বাড়িতে নিয়ে যায়। তার বোনের সহযোগীতায় প্রতিবেশীর  মোবাইলফোনে  ১৫ লাখ  টাকা মুক্তিপণ দাবী করে  ২দিনের সময় বেঁধে দেয়।অন্যথায় শিশুটিকে গুম ও হত্যার হুমকি দেয়। এরপর  শিশুটির অভিভাবক মোবাইল ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করে টাকা দেয়ার প্রতিশ্রুতিতে এলাকাবাসীসহ থানায় জানান। পুলিশ খবর পেয়ে শিশুটিকে মঙ্গলবার দুপুরে উদ্ধার করে এবং অপহরণকারী নুর ইসলামকেও গ্রেফতার করে । শিশুটি   জয়দেবপুর কোনাবাড়ি রাজিয়া রোকেয়া মেমোরিয়াল কিন্ডার গার্টেন এর নার্সারীর ছাত্র বলে জানা যায়।ভুরুঙ্গামারী থানার ওসি খান মো.শাহরিয়ার জানান,অপহরণকারীকে দুপুরে নলেয়া গ্রাম থেকে শিশুটি উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top