সকল মেনু

বিএনপি লংমার্চের নামে গাড়ি মার্চ করছে-মোহম্মদ নাসিম

আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম,২২এপ্রিল,ঢাকা:  বিএনপি লংমার্চের নামে গাড়ি মার্চ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক মোহম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপিকে বিদ্রুপ করে নাসিম বলেন, ‘তাদের নেত্রী দিল্লীতে গিয়ে তিস্তার কথা বলতে ভুলে যান। তাই তাদের তিস্তা নিয়ে লংমার্চ সাজে না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি দেশের সাধারণ জনগণের জন্য লংমার্চ করছে না। জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ না করার হতাশা ও কর্মীদের অনুপ্রেরণা দেয়ার জন্যই এই কর্মসূচি।’

১৪ দলের পূর্ব ঘোষিত তিনদিনের কর্মসূচি সম্পর্কে নাসিম বলেন, ‘আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিল যথাক্রমে খুলনা, সাভার (ঢাকা) ও ময়মনসিংহে কেন্দ্রীয় চৌদ্দ দল বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে সমাবেশ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘আজকের বৈঠকে তিস্তার পানির বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়। দ্বিপক্ষীয় আলোচনার বিষয়। বিএনপি এই পানি বণ্টন নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তাদের অপচেষ্টা সফল হবে না।’

তিনি আরও বলেন, ‘গত সরকারের সময় শেখ হাসিনার নেতৃত্বে তিস্তা চুক্তি প্রায় হতে চলছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও একজন মূখ্যমন্ত্রীর অনমনীয় মনোভাবের কারণে তা সম্ভব হয়নি। তবে ১৪ দল মনে করে নির্বাচনের (ভারতের) পর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে তিস্তা নিয়ে ইতিবাচক সমাধান হবে।’

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, ডা. দিপু মনি,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দপ্তপর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউর রশিদ খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top