সকল মেনু

জেদ্দায় হচ্ছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার!

 ডেস্ক রিপোর্ট,ঢাকা, ২৪ এপ্রিল : দুবাইয়ের বুর্জ খলিফা অনেক দিন ধরে বিশ্বের সর্বোচ্চ টাওয়ারের রেকর্ড ধরে রেখেছে। কিন্তু এবার প্রতিবেশী দেশ সৌদি আরবের জেদ্দায় নির্মিত হচ্ছে তার চেয়েও উঁচু টাওয়ার।

বিশ্বের টাওয়ারগুলোর মধ্যে সবচেয়ে বড়, প্রশস্ত ও উঁচু টাওয়ার হলো বুর্জ খলিফা। কিন্তু জেদ্দার টাওয়ারটি নির্মিত হলে তা বুর্জ খলিফার সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

জেদ্দায় নির্মিতব্য টাওয়ারটির নাম হবে কিংডম টাওয়ার।

কিংডম টাওয়ারের উচ্চতা দাঁড়াবে ৩ হাজার ২৮০ ফুট অর্থাৎ ১ কিলোমিটার। এটি ২০০ তলাবিশিষ্ট ভবনের সমান হবে। এর ওপর দাঁড়িয়ে লোহিত সাগরের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যাবে।

পাঁচ দশমিক সাত মিলিয়ন বর্গফুট কংক্রিট এবং ৮০ হাজার টন স্টিল দিয়ে টাওয়ারটি তৈরি করা হবে।

তবে এ টাওয়ারটি নির্মাণে প্রকৌশলীদের একটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আর তা হলো- লবণাক্ত মাটি। টাওয়ারটির ভিত্তি মাটির ২০০ ফুট নিচে থেকে করা হবে। কিন্তু এত নিচে অনায়াশে লবণাক্ত পানি-মাটির থাকতে পারে। তাই প্রকৌশলীরা এখন বিকল্প প্রযুক্তি নিয়েও ভেবে-চিন্তে দেখছেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে শিগগির এ টাওয়ার নির্মাণে হাত দেবে সৌদি আরব।

তথ্যসূত্র : সিএনএন অনলাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top