সকল মেনু

চাঁদপুরে আইন সহায়তা দিবস পালনের প্রস্তুতি সভায় জজ

 নিজস্ব বার্তা পরিবেশক,চাঁদপুর : জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাসমূহের সম্পাদক এবং প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মফিজুল ইসলাম  বলেছেন, যে কোন ভাল কাজের ফসল জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য সেই কাজটি সম্পর্কে প্রচার প্রচারনার প্রয়োজন। দেশের আম জনতা যদি জানতেই না পারে কোন কোন ক্ষেত্র থেকে তাদের সহযোগিতা করা হচ্ছে – তাহলে তারা এর সুফল নেবে কী ভাবে? জেলা ও দায়রা জজ আরো বলেন, গরীব ও অসহায় মানুষকে আইনগত সহায়তা প্রদানের জন্য গঠিত আইনগত সহায়তা কমিটি বাংলাদেশের মত একটি উন্নয়নকামী দেশের সাধারণ মানুষকে আইনের শাসন ও সাম্যতা প্রদানের ক্ষেত্রে যুগান্তকারী দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে গরীব-ধনী, ক্ষমতাবান বা ক্ষমতাহীন  বলে কিছু নেই। প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করে নিরপরাধ মানুষকে রক্ষা করাই এই কমিটির কাজের অন্যতম উদ্দেশ্য। আর সাংবাদিকরাই পারে ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগকে সহায়তা প্রদান করতে। জেলা জজ আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস গুরুত্বের সাথে পালন করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। তিনি দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে স্থানীয় পত্রিকাসমূহে একটি ক্রোড়পত্র প্রকাশ করার অুনরোধ জানান। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও সম্পাদকরা জেলা ও দায়রা জজের প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।  জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারি জজ মোঃ ইব্রাহিম মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী, সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী,  দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহজাহান মিয়া, দৈনিক মেঘনা বার্তা’র সম্পাদক ও প্রকাশক আঃ আউয়াল রুবেল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বি এম হান্নান, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর বার্তা’র নির্বাহী সম্পাদক শাহ আলম মল্লিক, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক মোশারফ হোসেন প্রমুখ।মতবিনিময় সভায় সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে জেলা ও দায়রা জজ মনোযোগ সহকারে সেসব বিষয় শোনেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top