সকল মেনু

আব্দুর রহমান হল এবার ফিরে পেল জবি

 ক্যাম্পাস প্রতিবেদক,জবি, ২৪ এপ্রিল : বেদখলে থাকা নজরুল ইসলাম হলের পর এবার আব্দুর রহমান হলের ইজারা পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ‘হল উদ্ধার কমিটি’র প্রতিবেদনে জানা যায়, ১ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে আগামী এক বছরের জন্য আবদুর রহমান হলের ইজারা দেওয়া হয়েছে।

সুত্র জানায়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক বছরের জন্য আব্দুর রহমান হলের ইজারা দিয়েছে সরকার। এর আগে গত ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া নজরুল ইসলাম হলের জায়গা এক বছরের জন্য ইজারা পেয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আব্দুর রহমান হলটিতে বর্তমানে পুলিশের আট সদস্য সপরিবারে বসবাস করছেন।

ঢাকা জেলা প্রশাসক যেকোনো দিন দখলদারদের উচ্ছেদ করে হলটি বিশ্ববিদ্যালয় প্রসাশনকে বুঝিয়ে দেবেন।

তবে পুলিশের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই তারা সেখানে বসবাস করছেন। এখনো বিশ্ববিদ্যালয়ের ৮ টি হল বেদখলে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top