সকল মেনু

দুর্গাপুরে সারম্বড়ে চলেছে শারদীয় দুর্গাপুজার প্রস্তুতি

protima durgapur দুর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি:  নেত্রকোনার দুর্গাপুরে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতিটি পুজা মন্ডপে দেবী দূর্গাসহ অন্যান্য সকল দেব দেবীর রঙ-বেরঙের তুলির আচর ও মন্ডপ সাজানোর কাজ শেষ পর্যায়ে। এ বছর পৌরসভায়-২২টি,সদর ইউনিয়নে-২টি,কুল্লাগড়ায়-২টি,চন্ডিগড়ে-৬টি,বিরিশিরিতে-৯টি,বাকলজোড়ায়-৯টি,কাকৈরগড়ায়-৪টি,গাঁওকান্দিয়ায়-৩টি সহ মোট ৫৭ টি পুজা মন্ডপ স্থাপিত হয়েছে।পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু নির্মলেন্দু সরকার বাবুল বলেন,৫৭টি মন্ডপের মধ্যে পৌরসভায়-৫টি,চন্ডিগড়ে-২টি,বিরিশিরিতে-২টি,বাকলজোরায়-২টি,মোট১১টি মন্ডপ ঝুকিপূর্ণ হিসেবে মনে করেন পূজা উদযাপন পরিষদ।এ ব্যাপারে পূজা উদযাপন পরিষদ,স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেৃ কয়েকটি প্রস্তুতিমুলক সভা করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top