সকল মেনু

কলাপাড়ার আলীপুর বন্দরে আওয়ামী লীগ বিএনপি সংঘাতে রণক্ষেত্র

সংঘর্ষ_3956  নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ০৭ অক্টোবর : কলাপাড়া উপজেলার আলীপুর মৎস বন্দরে সোমবার শেষ বিকাল থেকে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে । প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘাত ধাওয়া পাল্টাধাওয়া ও হামলা পাল্টাহামলা এবং ইটপাটকেল নিক্ষেপে পুলিশের এক এএসআইসহ অন্তত ১২জন আহত হয়েছে। এর মধ্যে তিনজন গুরুতর জখম হয়েছে। এঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ একে অপরকে দায়ী করছে। লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ সভপতি সিদ্দিকুর রহমান জানান, তৃতীয় সমুদ্র বন্দর মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় তারা শেষ বিকালে আনন্দ মিছিল করছিলেন। এসময় তাদের মিছিলে বিএনপি অফিসের ছাদ থেকে আচমকা শত শত ইট এবং বোতল ছুড়ে মারতে থাকে। এতে গুরুতর জখম হয় উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা শেরএ আলম (৪৭), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম (৪০), শ্রমীক লীগের সভাপতি দুলাল মুসুল্লী (৪২) ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির এএসআই কবির। অপরদিকে লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী জানান, তাদের অফিসে দলীয় সভা চলছিল এসময় ছাত্রলীগ-যুবলীগ মিছিল করে হামলা চালায়। বর্তমানে ঘটনাস্থলে কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির সদস্য ছাড়াও কলাপাড়া এবং মহীপুর পুলিশি তদন্ত কেন্দ্রের পুলিশ অবস্থান করছে। কিন্তু পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনের বাইরে রয়েছে। কুয়াকাটাগামী সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়ি চলাচলসহ দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাতটায় এই রিপোর্ট লেখার সময় কলাপাড়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, তিনি অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। তবে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top