সকল মেনু

বগুড়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে হরতাল পালিত

download (2)বগুড়া অফিস : জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৯০ বছর সাজা দেয়ার প্রতিবাদে জামায়াতের এবং রায় প্রত্যাখ্যান করে গণজাগরন মঞ্চের ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতাল বগুড়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে।হরতালের সমর্থনে সকালে শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রামে শিবির কর্মীরা মিছিল বের করে । তারা রাস্তায় গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং ৩টি ককটেল বিস্ফোরন ঘটায় ।অপরদিকে সকাল সোয়া ১০ টায় শহরের স্টেশন রোড কামারগাড়ী এলাকায় শিবির কর্মীরা একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে ৪টি ককটেল নিক্ষেপ করে। এছাড়া তারা শহরের গোহাইল রোডে টায়ারে আগুন দেয় এবং ২টি ককটেল বিস্ফোরন ঘটায়।

এদিকে গণজাগরন মঞ্চ হরতাল চলাকালে দুপুরে শহরের সাতমাথা থেকে একটি মিছিল বের করে। তবে গণজাগরন মঞ্চের কর্মীদের মিছিলে পুলিশ কোন বাধা দেয়নি। মিছিল ছারা তাদের আর কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top