সকল মেনু

কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক

Picture 6.10.2013.. ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রামঃ  কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পণ্য ও মুদ্রা উদ্ধার করেছে বিজিবি ও এনএসআই সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বিজিবির ক্যাপ্টেন রাইসুল আলম ও এনএসআই ফিন্ড অফিসার লুৎফর রহমানের নেতৃত্বে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ফুলবাড়ী উপজেলা অনন্তপুর সীমান্তের ৯৪৬ পিলারের সন্নিকটের একটি বাড়ী থেকে এ সব পণ্য উদ্ধার করা হয়।উদ্ধার কৃত পণ্যের মধ্যে ১২শ কেজি বিভিন্ন প্রকার মশলা, টি শার্ট, ফুল প্যান্ট এবং ৪হাজার ৪শ ৬০ টাকা মূল্যমানের ভারতীয় মুদ্রা। উদ্ধার কৃত পণ্যের মূল্য প্রায় ১৪ লাখ টাকা। ঈদ উপলক্ষে এ সব পণ্য চোরা পথে আনা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে চোরাকারবারীদের কেউ গ্রেফতার হয়নি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top