সকল মেনু

এটিএম বুথের সামনে নিরাপত্তাকর্মীর লাশ

duch+bangla জ্যেষ্ঠ প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৬ অক্টোবর:  রাজধানীর মোহাম্মদপুরে একটি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, রোববার ভোর ৫টার পর কোনো এক সময় নুরজাহান রোডে এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক (২৪) ওই সড়কে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি নিরাপত্তারক্ষী সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এলিট ফোর্স’ এর একজন কর্মী। চাপাতি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে বুথের সামনের ফুটপাতে এনামুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এলিট ফোর্সের পরিচালক খোরশেদ আলম হটনিউজ২৪বিডি.কমকে জানান, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এনামুল ও এরশাদ নামের দুই কর্মী ওই বুথের দায়িত্বে ছিলেন। “কর্মীরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা দেখার জন্য আমাদের নিয়মিত টহল দল আছে। সর্বশেষ ভোর ৪টার দিকে তারা জানায়, ওই বুথের সব ঠিক আছে।” মোহাম্মদপুর থানার টহল পুলিশও ভোর ৫টার আগে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বুথের সামনে সন্দেহজনক কিছু দেখতে পায়নি বলে ওসি জানান। ওই বুথের দায়িত্বে থাকা এলিট ফোর্সের দ্বিতীয় কর্মী এরশাদ হটনিউ২৪বিডি ডটকমকে জানান, তিনি বুথের ভেতরে ছিলেন। এনামুল বাইরে থেকে তালা দিয়ে বুথের সামনে বসে ডিউটি করছিলেন। এরশাদ বলেন, ঘুমিয়ে পড়ার কারণে তিনি কিছু বুঝতে পারেননি। পরে উঠে বুঝতে পারেন, বুথের সামনে রাস্তায় লোক জমে গেছে। কিন্তু তালা বন্ধ থাকায় তিনি ভেতর থেকে বাইরেও আসতে পারছিলেন না। পরে এনামুলের পকেট থেকে চাবি নিয়ে পুলিশ গেট খুলে দিলে তিনি বের হন এবং এনামুলের মৃতদেহ দেখেন। মোহাম্মদপুরের ওসি আজিজুল হক হটনিউজ২৪বিডি.কমকে বলেন ব্যক্তিগত শত্রুতার কারণে এনামুলকে হত্যা করা হয়েছে, না অন্য কোনো কারণ আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top