সকল মেনু

সাকার আইনজীবীর অফিসে তল্লাশি, সিপিইউ জব্দ

920131004124834  নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৫ অক্টোবর:  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের অফিসে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) আংশিক রায় ফাঁস হওয়ার ঘটনায় এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে চারতলা বাসার দ্বিতীয় তলায় অভিযান চালায় ডিবি। এসময় ব্যারিস্টার ফখরুল অফিসে ছিলেন না। তবে অফিস থেকে দুইজনকে আটক এবং দু’টি সিপিইউ, একটি প্রিন্টারসহ কয়েকটি সিডি জব্দ করা হয়। গত ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাকা চৌধুরীর ফাঁসির রায় ঘোষণা করেন। সাকার পরিবার অভিযোগ করে, এই রায় আইন মন্ত্রণালয় থেকে আগেই ফাঁস করা হয়েছে। পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান, রায়ের কিছু অংশ ঘোষণার আগেই ফাঁস হয়ে গেছে। এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top