সকল মেনু

রামপাল বিদ্যুৎ প্রকল্পের ফলক উন্মোচন ভেড়ামারায়!

PM-0220131002031157 কাঞ্চন কুমার, কুষ্টিয়া, ৫ অক্টোবর:  অবশেষে আলোচিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন হচ্ছে। তবে সেটা বাগেরহাটে নয়, কুষ্টিয়ার ভেড়ামারায়।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুষ্টিয়া সফরকালেই প্রকল্পটির ফলক উন্মোচন করার কথা রয়েছে। পিডিবি কর্মকর্তা, একাধিক গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা নিশ্চিত করেছেন বিষয়টি। এর আগে বিভিন্ন মহলের সমালোচনার পরও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ২২ অক্টোবর বাগেরহাটের রামপালেই এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। কিন্তু তার আগেই প্রকল্পটির ফলক উন্মোচন হচ্ছে ভেড়ামারায়! সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য কুষ্টিয়ার ভেড়ামারায় নির্মিত বিদ্যুৎ উপকেন্দ্র বা সঞ্চালন লাইনটির উদ্বোধন হবে প্রথম। ভিডিও কনফারেন্সে দু’দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. মনমোহন সিং এটির উদ্বোধন করবেন। এসময়ই রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিফলকটিও উন্মোচন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভিত্তি ফলকটিতে লেখা রয়েছে-মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রকল্প, রামপাল, বাগেরহাট। বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন ও মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রকল্পের ভিত্তি ফলক উন্মোচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে পিডিবি। পিডিবির জনসংযোগ পরিদপ্তরের পরিচালক সাইফুল হাসান চৌধুরী জানান, ‘আমাদের লক্ষ্য ছিলো ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েই রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা। কিন্তু যেহেতু ব্যস্ততার কারণে ভারতের প্রধানমন্ত্রীকে ওই দিন (২২ অক্টোবর) নাও পাওয়া যেতে পারে, তাই ভেড়ামারা প্রকল্পের সঙ্গেই এই থারমাল পাওয়ার প্রকল্পের ভিত্তি ফলকটিও উন্মোচন করা হবে।’ জেলা প্রশাসন সূত্র জানায়, সফরসূচি অনুযায়ী আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে ভেড়ামারায় পৌঁছবেন বেলা পৌনে ১১টায়। এখানকার আনুষ্ঠানিকতা (প্রকল্প দুটির উদ্বোধন) শেষে বিকেল ৩টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে কুষ্টিয়া জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top