সকল মেনু

ট্রাইব্যুনালের অপর এক কর্মচারী আটক

47164_85 ঢাকা, ৪ অক্টোবর (হটনিউজ২৪বিডি.কম) :  মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের কপি পেনড্রাইভের মাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় ট্রাইব্যুনালের আরেক কর্মচারী ফারুককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় তাকে রাজধানী থেকে আটক করার কথা নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম। হটনিউজকে তিনি জানান, ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তবে তাকে গ্রেফতার দেখানো সম্ভাবনা রয়েছে। কারণ সে মামলার এজাহারভুক্ত আসামী। ডিবি সূত্র জানায়, ফারুককে বর্তমানে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফারুক ও নয়নকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। তদন্ত স্বার্থে তাদের শুক্রবার ভিন্ন ভিন্ন সময় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ডিএমডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মো. মনিরুল ইসলাম বলেছিলেন, ট্রাইব্যুনালের চুক্তিভিত্তিক কর্মচারী মো. নয়ন আলী আরেক কর্মচারী ফারুকের মাধ্যমে মোটা অংকের টাকার লোভে সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসানের কাছে পেনড্রাইভের মাধ্যমে রায়ের তথ্য তুলে দেন। আদালতের অনুমতি নিয়ে ডিবি শুক্রবার বেলা ৩টার দিকে কাকরাইল রাজমনি হোটেল সংলগ্ন ব্যারিস্টার ফখরুলের অফিসের তল্লাশী করে দুটি সিপিইউ, প্রিন্টার ও কিছু সিডির কপি জব্দ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top