সকল মেনু

বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন মনমোহন-হাসিনা

47141_Hasina-Mhonmohun ঢাকা, ৪ অক্টোবর (হটনিউজ২৪বিডি.কম) :  শনিবার বাংলাদেশ-ভারত দু’দেশের প্রধানমন্ত্রী একই সঙ্গে উদ্বোধন করতে যাচ্ছেন ভেড়ামারায় নির্মিত ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভেড়ামারাতেই থাকবেন। আর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লীতে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিবেন। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা যায়, উদ্ধোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। জানা যায়, ভেড়ামারায় নির্মিত এ পাওয়ার স্টেশনের মাধ্যমে ভারত থেকে সরকারি ও বেসরকারিভাবে ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। সরকারি পর্যায়ে আমদানিকৃত বিদ্যুতের দাম ৪ টাকা এবং বেসরকারি পর্যায়ে এর দাম পড়বে ৬ টাকা। সরকারি পর্যায়ে ২৫০ মেগাওয়াট এবং বাকিটা বেসরকারি পর্যায় থেকে আনা হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী আগামী ৫ অক্টোবর ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের উদ্বোধন করা হবে বলে সাংবাদিকদের জানান। এ সময় তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ভারত, নেপাল ও মায়ানমার থেকে সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে।

এ বিদ্যুত সঞ্চালন কেন্দ্র সম্পর্কে ভারতের বিদ্যুৎ সচিব পিকে সিনহা সাংবাদিকদের বলেন, এটি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে। একটি দেশের পক্ষে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয় কিন্তু যৌথভাবে দ্রুত করা সম্ভব। গত ২৭ সেপ্টেম্বর এ সঞ্চালন লাইন দিয়ে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু করা হয়েছে। যা পর্যায়ক্রমে ৫শ’ মেগাওয়াটে উন্নীত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top