সকল মেনু

গার্ডার ঢালাইয়ে অনিয়মের অভিযোগ

kalapara-01 (04-10-13)  নিজস্ব সংবাদদাতা,কলাপাড়া, ০৪ অক্টোবর:  কলাপাড়া-কুয়াকাটা সড়কের হাজীপুর পয়েন্টে সোনাতলা নদীর উপরে নির্মানাধীন শেখ জামাল সেতুর নির্মাণ কাজ স্থানীয় জনগণ বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধ করে দিয়েছে। সেতুর হাজীপুর অংশের এক নং স্প্যানের গার্ডার ঢালাইয়ের কাজ নি¤œমানের হওয়ায় এই কাজ বন্ধ করে দেয়া হয়েছে বলে সেখানকার লোকজন দাবি করেছে। তাদের বক্তব্য কাজের তদারকিতে নিয়োজিত প্রকৌশলী পান্না মিয়ার যোগসাজশে এসব করা হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে মেশিন ছাড়াই করা গার্ডার ঢালাইয়ের পরে সেন্টারিং খুলে ফেলা হয়। তখন বাইরে থেকে রড বের হয়ে থাকতে দেখে লোকজন উত্তেজিত হয়ে পড়ে। তাদের দাবি গার্ডারে ফাটল ধরেছে। এছাড়া নি¤œমানের সামগ্রীর ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ তুলে হাজীপুর এলাকার ইউপি মেম্বারসহ শত শত লোকজন উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি পুনরায় ওই ঢালাই ভেঙ্গে নতুন করে করতে হবে। এব্যাপারে প্রকৌশলী পান্না মিয়া জানান, কোন ধরনের অনিয়ম করা হয় নি। গার্ডারের শার্টার (সেন্টারিং) খোলার পরে পোখড়া বের হয়েছে, যা রিপেয়ারিং করে দিলেই ঠিক হয়ে যাবে। আর কাজ বন্ধ করে দেয়ার কথাও ঠিক নয়। উল্লেখ্য সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের ৬১তম কিলোমিটার অংশে ৪৮২ দশমিক ৩৭৫ মিটার দীর্ঘ এই সেতুটির কার্যাদেশ দেয়া হয় ২০১২ সালের ৭ মার্চ। সংযোগ সড়ক রয়েছে দুই দিকে ৪০০ মিটার। ১০টি স্প্যানের উপরে নির্মিত হচ্ছে সেতুটি। ২০১৪ সালের ১২ আগস্ট সেতুটির কাজ শেষ হওয়ার কথা। সেতুটির নির্মাণ ব্যয় রয়েছে ৪৩ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top