সকল মেনু

শুভ মহালয়া অনুষ্ঠিত

maholia04-10-13jpg দিলীপ গৌর,৪অক্টোবর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  পিত্রপক্ষ কে বিদায় জানিয়ে দেবী পক্ষের আগমন। কৈলাস থেকে আশ্বিনের শারদপ্রাতে দেবী দূর্গা আসে পিত্রলয়ে। শুভ মহালয়ের মাধ্যমে দেবীর আগমনী বার্তা বাংলার প্রতিটি ঘরে পেীছে দিবার জন্য  সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার উষালগ্নে বেরকরা হয় গাড়ী শোভাযাত্রা । চন্ডী পাঠ এবং ভক্তিমুলক সঙ্গীতের মাধ্যদিয়ে মহালয়ের শোভাযাত্রা শহর প্িরদক্ষন করে। বৃষ্টির মধ্যে এই গাড়ী শোভাযাত্রা শহর প্িরদক্ষনের সময় শতশত ভক্ত রাস্তার পাশে দাড়িয়ে দেবীর আগমনী বার্তা উপভোগ করেন। আর শিল্পীরা বৃষ্টির জলে পরিবেশন করে মহালয়ার সঙ্গীত। উত্তর বঙ্গের শ্রেষ্ঠ গীতা পাঠক রতন চত্রবর্তীর কন্ঠে চন্ডীর মন্ত্র মাইকের মাধ্যমে ছরিয়ে পরে আকাশে। তার সুমধুর কন্ঠে “যা দেবী সর্বভুতেষু শক্তি রুপেনু সাংস্থীতা—” শহরবাসীকে জানান দেয় দেবীর আগমন। এর আগে মুজিবসড়কে সিরাজগঞ্জ কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখরার সামনে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে মহালয়া শোভাযাত্রার শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বিমল কুমার দাস,এসময় প্রধান অথিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তন্ময় কুমার দাস, বিশেষ অথিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাশ কুমার সাহা,র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার অশোক কুমার পাল,জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস,সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন, থানা শাখার সাধারন সম্পাদক সঞ্জয় সাহা,শাহর শাখার সাধারন সম্পাদক হীরক গুন,যুগ্ন সাধারণ সম্পাদক দিলীপ গৌর,সাংবাদিক অশোক ব্যানার্জী,থানা ছাত্র-যুব ঐক্যপরিষদের সভাপতি রিংকু কুন্ডু প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top