সকল মেনু

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নিয়ে ফের তোপের মুখে নাহিদ

Nurul-Islam20131003232525 (1)  আছাদুজ্জামান, ঢাকা, ৪ অক্টোবর: বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে ফের সরকারি দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তারা শিক্ষামন্ত্রীর উদ্দেশে বলেছেন, টাকা কোথা থেকে জোগাড় হবে জানি না। কিন্তু সংসদ শেষ হওয়ার আগেই এমপিও দিতে হবে। এমপিরা বলেন, এবার তারা দুই লাখ ২৬ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন, কাজেই এমপ্ওিভুক্তির দাবি পূরণ করেই তারা সংসদ থেকে বিদায় নিতে চান। অন্যথায় আগামি নির্বাচনে তাদের হারার জন্য এটাই যথেষ্ট হবে। নওগাঁ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য এমাজউদ্দিন আহমেদ প্রামাণিক ময়মনসিংহের অধ্যক্ষ মতিউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মাহমুদ উস সামাদ চৌধুরী সম্পূরক প্রশ্নে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এভাবে ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার সরকারদলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নের জবারের সূত্র ধরে এমপিওভুক্তি নিয়ে অধিবেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুল প্রশ্নের জবাবের পর মাহমুদ উস সামাদ চৌধুরী সম্পূরক প্রশ্নের জন্য দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রশ্ন করলেই আপনি বিবেচনার কথা বলেন। আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি যে বিবেচনার কথা বলছেন, এই বিবেচনার দিন আমাদের কাছে আর বেশি দিন নেই। বিবেচনার কথা আর না বলে আপনি এমপিওভুক্তি করতে পারবেন কি না, সেটা স্পষ্ট করে বলেন। প্রশ্নোত্তরে ফ্লোর নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রত্যেক নির্বাচনী এলাকায় তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে গেলে এক হাজার কোটি টাকা প্রয়োজন। আমরা এবার বাজেটে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা পাস করেছি। এই টাকার মধ্যে এক হাজার কোটি টাকা কোনো বিষয়ই নয়। এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফ উচ্চস্বরে বলেন, আমাদের চাহিদামতো এমপিওভুক্ত করতে হবে। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এ জন্য টাকা জোগাড় করেন। শিক্ষামন্ত্রী প্রায় সব সদস্যের প্রশ্নে একই ধরনের জবাব দেন। তিনি বলেন, আমি ফাঁকি দেয়ার জন্য আপনাদের কাছ থেকে নামের তালিকা নেইনি। আপনাদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হলে আমার এলাকায়ও হবে। আমি চাই এটা হোক। কিন্তু আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এমপিওভুক্তির জন্য একটি স্থায়ী অর্থের সংস্থান প্রয়োজন। অর্থ ছাড়ের বিষয়ে শিক্ষামন্ত্রী সংসদ সদস্যের মধ্যে কারো সুযোগ থাকলে এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী গত ১৯ সেপ্টেম্বর প্রশ্নোত্তরে এমপিওভুক্তি নিয়ে সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েন। ওই দিন সরকারি দলের প্রভাবশালী সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ ডজনখানেক সংসদ সদস্য শিক্ষামন্ত্রীকে প্রশ্নবাণে জর্জরিত করেন। আগামি রোববার পর্যন্ত সংসদ মুলতবি করেন স্পিকার।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top