সকল মেনু

রাজনগর চা-বাগান কর্তৃপক্ষ ১৮শত কেজি রাবার দেশীয় অস্ত্রসহ চোর চক্রের এক সদস্য আটক

Moulvibazar Rajnagar Tea plantation rubber garden thief arrested (1) এম শাহজাহাজান আহমদ,মৌলভীবাজার:  লভীবাজারের রাজনগর চা বাগানের রাবার বাগান থেকে ২৬ বস্তা প্রায় ১৮শত কেজি রাবার ও দেশীয় অস্ত্রসহ চোর চক্রের এক সদস্যকে আটক করে বাগান পাহারাদাররা। পরে বাগান কর্তৃপক্ষ মালামালসহ চোর চক্রের সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ সুত্রে জানা যায়, বহুদিন ধরে রাজনগর চা বাগানের রাবার প্রকল্প থেকে একটি সঙ্গবদ্ধ চোর চক্র রাবার চুরি করে আসছিল। বিগত কয়েকবার রাবার চোরদের পাকরাও করার চেষ্টা করলে চোররা রাতের আধারে পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোর রাতে রাবার প্রকল্পের আগাটিলা নামকস্থানের ১৩/১৪ নং সেকশনে একদল চোর চক্র রাবার নিয়ে যাচ্ছে সংবাদ পেয়ে পাহারারত অবস্থায় পাহারাদার মনির, বিহারী, আদি নারায়নসহ তাদের দলবল নিয়ে চোরচক্রের সদস্য ছনু মিয়া (৩২) কে ২৬ বস্তায় রাবার যার বাজার মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা ও দেশীয় অস্ত্রসহ আটক করে। তার সাথে থাকা শফিক, তৌহিদ সহ সবাই পালিয়ে যায়। পাহারাদারদের সংবাদ পেয়ে তাৎক্ষনিত বাগান ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলামসহ বাগান কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আসামী ও মালামাল আটক রেখে রাজনগর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত রাবার ও দেশীয় অস্ত্রসহ আসামী ছনুকে আটক করে থানা নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, সফিকের নেতৃত্বে আটককৃত চুনু মিয়াসহ চোরচক্রের সকল সদস্যে বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম রাত ৮টায় ঘটনার সততা নিশ্চিত কওে বলেন আটককৃত আসামীকে বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top