সকল মেনু

এবার জাবি উপাচার্যের পাল্টা অবস্থান

220131002001549  জাবি সংবাদদাতা, সাভার, ২ অক্টোবর:  জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে এবার অভিনব ঘটনার সূত্রপাত ঘটল। নিজ বাসভবনের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির প্রতিবাদে পাল্টা অবস্থান আরম্ভ করেছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এর আগে সাধারণ শিক্ষকদের ব্যানারে কিছু শিক্ষক উপাচার্য ড. আনোয়ার হোসের পদত্যাগের দাবিতে কয়েকবার অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন ধরণের কর্মসূচি পালন করছিলেন। উপাচার্যকে তার কার্যালয়ে বেশ কয়েকদিন তারা অবরুদ্ধও করে রেখেছিলেন এ দাবিতে। পরে আদালতের নির্দেশে সে অবস্থার অবসান ঘটলেও শিক্ষকদের কর্মসূচি থামেনি। মঙ্গলবার রাতে উপাচার্য আনোয়ার হোসেন বাসায় ফিরে দেখেন, শিক্ষকরা তার বাসার সামনে অবস্থান নিয়ে রয়েছেন। তিনি যাতে বাসায় ঢুকতে না পারেন, সে জন্য এ অবস্থান। এহেন অবস্থা দেখে উপাচার্য নিজেও একটি মাদুর নিয়ে স্ত্রীসহ সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করলেন। তিনি বলেন, “আন্দোলনরত শিক্ষকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার না করলে তিনি সস্ত্রীক লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।” তিনি আরো বলেন, “উপাচার্যের বাসার সামনে শিক্ষকরা বসে আছেন দেখে আমিও বসে পড়লাম। একজন উপাচার্যের বাসার সামনে শিক্ষকরা এভাবে বসে থাকতে পারেন না! একজন শিক্ষকও যদি এখানে বসে থাকেন তবে আমি বাসার ভেতরে যাবো না।” প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে অধ্যাপক আনোয়ার হোসেন নিজ বাসায় ঢুকতে গেলে গেটের সামনে আন্দোলনকারী শিক্ষকদের দেখতে পান। তখন তিনি বাসার কর্মচারীকে দিয়ে একটি মাদুর আনিয়ে বাসভবনের প্রধান গেটের সামনে বিছিয়ে স্ত্রীকে নিয়ে বসে পড়েন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top