সকল মেনু

প্রতিমায় অগ্নিসংযোগ ও ভাংচুর,প্রতিবাদে সড়ক অবরোধ

ffffffffffff দিলীপ গৌর,সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের পৌর এলাকার রামগাতী শিতলীমাতা মন্দিরের প্রতিমায় অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা। প্রতিবাদে ২ ঘন্টা ঢাকা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয়া হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় মঙ্গলবার ভোর রাতে কে বা কাহারা ঢাকা -সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত রামগাতী শিতলীমাতা মন্দিরের প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সকালে এলাকাবাসী মন্দিরের প্রতিমা ভাংচুর দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মন্দির এলাকা পরিদর্শন করেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী মন্দিরের সামনে ঢাকা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে। এসময় সংক্ষিপ্ত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদডাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন,থানা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক স্বপন সান্যাল,শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলোক,যুগ্নসম্পাদক দিলীপ গৌর, থানা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি রিংকু কুন্ডু ও অশোক ব্যানার্জী। পরে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোক্তার হোসেন এসে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল শুরু হয়। এসময় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট বিমল কুমার দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top