সকল মেনু

বাটারফ্লাইয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন

ACC-Butterfly-sm20131001071743 সিনিয়র করেসপন্ডেন্ট, হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  প্রায় পঁচাশি লাখ টাকা আত্মসাতের দায়ে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশন সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

চার্জশিটে আসামিরা হলেন, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের শ্যামলী শাখার সাবেক ব্যবস্থাপক মো. রওশন আলী এবং একই শাখার সাবেক সহকারী শাখা ব্যবস্থাপক মো. এনামুল হক।

সূত্রটি জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মো. আনোয়ারুল হক এক সপ্তাহের মধ্যে আদালতে চার্জশিট জমা দেবেন। বাটারফ্লাই কোম্পানির ৮৪ লাখ ৪৬ হাজার ১৫৪ টাকা আত্মসাতের অভিযোগে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর আদাবর (ডিএমপি) থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির আইন কর্মকর্তা নিত্যানন্দ মজুমদার শিমুল। ২০১১ সালে ১৬ আগস্ট ওই মামলা করা হয়। মামলা নম্বর ১১  পরে এ মামলাটির তদন্ত শুরু করে দুদক। দুদক সূত্র জানায়, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের শ্যামলী শাখার ঢাকার ব্যবস্থাপক মো. রওশন আলী গত ২০০৭ সালের ৪ অক্টোবর থেকে ২০১১ সালের ৩ অক্টোবর পর্যন্ত মোট ৬৮টি চালান মোতাবেক টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন, এসি, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি গ্রহণ করেন।

ওই সময়ে ঘাটতিকৃত পণ্য বাবদ ৭০ লাখ ৪৩ হাজার ৬৩০ টাকা, ৫৮ জন গ্রাহক থেকে কিস্তির আদায়ের ১৮ লাখ ৪০ হাজার ৩ টাকা, নগদ ২ লাখ ৮৯ হাজার ৩৬২ টাকা, বিনিময় পণ্যের পার্থক্যকৃত মূল্য বাবদ ৩৩ হাজার ১০০ টাকা, খুচরা যন্ত্রাংশ বাবদ ১৯ হাজার ৫০০ টাকা ও সার্ভিস বিল বাবদ ১২ হাজার ৪৪০ টাকাসহ মোট ৯২ লাখ ৩৮ হাজার ৩৫ টাকা কোম্পানির হিসাবে জমা দেননি। পরবর্তীতে নগদ ও মালামালসহ মাত্র ৭ লাখ ৭১ হাজার ৮৮১ টাকা জমা দেন। অবশিষ্ট ৮৪ লাখ ৬৬ হাজার ১৫৪ টাকা আত্মসাত করেছেন। কোম্পানির বিভাগীয় তদন্ত ও নিরীক্ষা বিভাগ কর্তৃক আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়।

দুদকের তদন্তকালে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ড বিধির ৪০৮/১০৯ ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top