সকল মেনু

ফেসবুকও বুঝবে মনের ভাষা

Facebook20130930204948 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১ অক্টোবর : ফেসবুক শিগগিরই আপনার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে। সেরকম চেষ্টাই এখন চলছে। আপনার মনের ভাষা বুঝতে বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ সাইটটি তৈরি করেছে বিশেষ সিস্টেম। আটজন বিশেষজ্ঞের একটি দল গড়েছে ফেসবুক। তাদের কাজ হচ্ছে ফেসবুকে পোস্টদাতার মনের ভাষা বুঝতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে বিশেষ একটি সিস্টেম তৈরি করা। অনেকটা মানুষের মস্তিষ্কের মতোই কাজ করবে এই কৃত্রিম পদ্ধতি। কাজটি মোটেই সহজ নয়। তবে চেষ্টা চলছে। ফেসবুক চাচ্ছে একজন ব্যবহারকারীর বিভিন্ন পোস্ট যেমন স্ট্যাটাস, ছবি, ভিডিও ইত্যাদি বিবেচনা করে তার মনের ভাব বুঝতে। এরপর সে অনুযায়ী, তার সঙ্গে ব্যবহার করবে ফেসবুক। প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্রোফার এই বিষয়ে বলেন, ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিড আরও আধুনিক এবং স্মার্ট করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে একজন ব্যক্তির নিউজ ফিডে দেড় হাজারের মতো পোস্ট প্রদর্শন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যক্তির মনোভাব বোঝা সম্ভব হলে এই নিউজ ফিডে পোস্টের সংখ্যা ৩০ থেকে ৬০ এর মধ্যে নিয়ে আসা সম্ভব হবে। শুধু নিউজ ফিড ঢেলে সাজানোই নয় আরও অনেক কাজেই ব্যবহার করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সিস্টেমে। এমআইটি টেকনোলজি রিভিউকে স্রোফার জানিয়েছেন, ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ছবি সাজানোর কাজেও এই সিস্টেম সহায়তা করবে। বিশেষ করে ব্যবহারকারীর কোনো ছবি কার নিউজ ফিডে প্রদর্শন করা উচিত আর কারও ফিডে প্রদর্শন উচিত নয়, তাও বুঝতে পারবে ফেসবুক। পাশাপাশি বিভিন্ন ফেসবুক অ্যাপস তৈরির ক্ষেত্রে কাজে লাগবে এই সিস্টেম। বলাবাহুল্য, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার ক্ষেত্রে ফেসবুক প্রথম নয়। গুগল ব্রেইন প্রজেক্ট শিরোনামে গুগল ইতিমধ্যে এ ধরনের গবেষণায় নাম লিখিয়েছে। আর তাৎক্ষণিক ভাষান্তরের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কাজ করছে মাইক্রোসফট। শুধু তাই নয়, চীনের জনপ্রিয় ইন্টারনেট কোম্পানি বাইডুও ফেসবুকের মতো তাদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে চাচ্ছে। এদিকে, ফেসবুক সম্প্রতি স্ট্যাটাস সম্পাদনার সুযোগ করে দিয়েছে। এখন চাইলে একজন ব্যবহারকারী তার নিজের লেখা স্ট্যাটাস পরবর্তীতে সম্পাদনা করতে পারবেন। এজন্য স্ট্যাটাসের ডানদিকে থাকা তীর চিহ্নের ওপর ক্লিক করে ‘এডিট’ অপশনটি বেছে নিতে হবে। সূত্র : ডিডব্লিউ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top