সকল মেনু

ভারত নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নেই : দোরাইস্বামী

হটনিউজ ডেস্ক:

‘নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নয়, ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল’ বলে জানিয়েছেন দেশটির বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাইকমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিন সকাল ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দোরাইস্বামী।

এ সময় তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

দোরাইস্বামী বলেন, ‘আজকে বাংলাদেশে আমার শেষ দিন। আমরা সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি; কখনোই কোনো ব্যক্তির পাশে নই। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কারও পাশে নই।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।’

এ সময় উপস্থিত ছিলেন, ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এস এম সাব্রাওয়াল, লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.)। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, প্রকৌশলী মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ঢাকায় ভারতের হাইকমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। দুই বছরের কিছুটা বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top