সকল মেনু

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন নি সাকার স্ত্রী

Khaleda20130930184118  নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ১ অক্টোবর :  সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের বিষয়ে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা থাকলেও শেষ পর্যন্ত যাননি সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী। রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করার কথা ছিলো। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি (ফরহাদ কাদের) আসেননি। রায়ের পর সাক্ষাৎ করতে পারেন তিনি। দলীয় সূত্র জানায়, দলের পক্ষ থেকে ফরহাদ কাদেরকে রায় পর্যন্ত অপেক্ষা করতে জানানো হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) রায় ঘোষণার পর দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে। রায় কি হবে তার উপর নির্ভর করবে সবকিছু। এ বিষয়ে দলীয়ভাবেই সিদ্ধান্ত জানানো হবে। সূত্র জানায়, ফরহাত কাদের চৌধুরী কিছুদিন পরপরই মামলার বিষয়ে খালেদা জিয়াকে অবহিত করে আসছেন। সম্প্রতি তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করে মামলার রায়ের পর করণীয় নিয়ে কথা বলেছেন। সেখানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও মওদুদ আহমদ উপস্থিত ছিলেন। চেয়ারপারসন তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ধৈর্য ধারন করতে বলেন। এ সময় সাকার পরিবারের সদস্যরা বিএনপিকে জোরালো অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন। দলের এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়। সাকা ও আলীম যুদ্ধাপরাধী হলে তাদের সমর্থন দেয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, সাকা চৌধুরী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তাকে একটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দলের বাইরে যিনি অভিযুক্ত হবেন আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে পরিস্কার হতে হবে। দল এর দায় নেবে না। তিনি বলেন, সরকার এই বিচার দিয়ে বিরোধী দলকে ঘায়েল করতে চাইলেও তারা নিজেরাই ঘায়েল হতে পারে। কারণ জনগণ যদি না মানে তাহলে কিছুই করার থাকবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top