সকল মেনু

আইনজীবীদের আদালত বর্জন -বিক্ষোভ মিছিল

Lawyer's protesting rally- Marcus গোপালগঞ্জ প্রতিনিধি:  গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কামাল হোসেনের বদলীর দাবীতে আইনজীবীরা তার আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে আইনজীবীরা আগামী ৭ দিনের মধ্যে তাকে বদলী করার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় জেলার সকল বিচারিক আদালত বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন আইনজীবীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আতিয়ার রহমান, হাফিজুর রহমান, আমিনুল রহমান লাভলু, এস এম নাসির আহম্মেদ, সেলিমুজ্জামান সেলিম, তারেক মোল্লা, এনামুল হক ডাবলু প্রমূখ। বক্তারা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কামাল হোসেনকে ঘুষখোর, দূর্নীতিবাজ ও বেয়াদব আখ্যায়িত করে তার কোট বর্জন করেছে। বক্তারা আরও বলেন যে, আগামী ৭ দিনের মধ্যে তার বদলীর আদেশ না হলে গোপালগঞ্জের সব আদালত বর্জন করা হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ কামাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলামের আদালতের ক্ষমতা প্রত্যাহারের আদেশ দেন। আদেশটি আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়। ওই দিন আইনজীবীরা এ আদেশ প্রত্যাহারের দাবীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেয়। তাতে কোন কাজ না হওয়ায় আইনজীবীরা তার আদালত বর্জন করে আন্দোলনে নামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top