সকল মেনু

উপ-নির্বাচন ,মাঠে নেই ভোটে থাকবে বিএনপি , হিসাব জাতীয় নির্বাচন

download মোঃ সাইফুল ইসলাম মিরাজ, বরগুনা,৩০সেপ্টেম্বর:  বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে আওয়ামীলীগ প্রার্থী’র চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে ইসলামী আন্দোলন। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী প্রার্থীকে হারাতে মরিয়া বিএনপি। মাঠে না থাকলেও নেপথ্যে ভোটে সমর্থন দিবে প্রধান বিরোধী দল বিএনপি। ইসলামী আন্দোলন নয়, মূলত এ্যন্টি আওয়ামীলীগ ও আওয়ামীলীগ সমর্থকদের মধ্যেই ভোটের লড়াই হতে যাচ্ছে । ফলে, দলীয় সরকারের অধীনে হলেও এ কারনে আওয়ামীলীগ প্রার্থীকে চ্যালেঞ্চের মুখে পড়তে পারেন বলে স্থানীয় রাজনীতিকদের ধারণা। ২০০৭ এর তত্ত্বাবধায়াক সরকারের সময় বেতাগী উপজেলাকে যোগ করে পাথরঘাটা-বামনা-বেতাগী এই তিন উপজেলাকে নিয়ে বরগুনা-২ আসন পূনর্গঠিত হয়। ২০০৮ এর জাতীয় নির্বাচনে প্রথমবারের মত আওয়ামীলীগ প্রার্থী গোলাম সবুর এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২৫ জুন সড়ক দূর্ঘটনায় গোলাম সবুর নিহত হওয়ায় এ আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে আওয়ামীলীগের শওকত হাচানুর রহমান রিমন ও ইসলামী আন্দোলনের গোলাম সরওয়ার হিরু প্রতিদ্বন্দিতা করছেন। মনোনয়ন নিয়ে আওয়ামীলীগে মত বিরোধ ও ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত জেলা আওয়ামীলীগের সহায়তায় তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। তত্ত্বাবধায়ক ইস্যু মিমাংসা না হওয়ায় নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছেনা। অনুসান্ধানে জানা গেছে, বিএনপি চাইছেনা আসনটি আওয়ামীলীগ পুর্নদখল করুক। আর এ কারনেই মুলত নেপথ্যে আটঘাট বেধেঁ ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সরওয়ার হিরু’র পক্ষে কাজ করছেন। বরগুনা জেলা ও বরগুনা-২ আসনের উপজেলাগুলোর বিএনপি’র একাধিক নির্ভরযোগ্য সুত্র থেকে জানা গেছে, শওকত হাচানুর রহমান রিমন মনোনয়ন পাওয়ার ফলেই বিএনপি তাকে হারাতে মরিয়া হয়ে উঠে পরে লেগেছে। সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি’র সাথে রিমনের পুরনো দ্বন্দ। গত চারদলীয় জোট সরকারের আমলে সংসদ সদস্য মনি একাধিক মামলায় রিমনকে ফাঁসানো চেষ্টা করেছেন। এরপর থেকে রিমন-মনি একপ্রকার ¯œায়ুযুদ্ধ চলছে। মনি চাইছেননা রিমন উপ-নির্বাচনে জয়লাভ করুক। কারন, দশম জাতীয় সংসদ তিনি বিএনপি’র মনোনয়ন পেলে রিমন তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাড়াবে। তাই মনি সমর্থকরা চাইছেন হিরুকে দিয়ে বিপদ এড়াতে। অর্থাৎ উপ-নির্বাচনে রিমন পরাজিত হলে আওয়ামীলীগ অন্য কাউকে মনোনয়ন দিতে পারে। রিমন ছাড়া আওয়ামীলীগের অন্য যে কোন প্রার্থী মনির জয়লাভের ক্ষেত্রে নিরাপদ। বিএনপি’র অপর মনোনয়ন প্রত্যাশী বিরোধী দলীয় নেতার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনও একই কারণে রিমনকে উপ-নির্বাচনে হারাতে মরিয়া। খন্দকার মাহবুবের ঘনিষ্ট পাথরঘাটা উপজেলা বিএনপি’র এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। বিএনপি’র ওই নেতা বলেন, এই মহুর্তে বরগুনা-২ আসনের জাতীয়বাদী দলের মুল নিয়ন্ত্রন খন্দকার মাহবুব হোসেন। তিনি চাইছেননা রিমন এ নির্বাচনে জয়লাভ করুক। ফলে রিমনকে হারানোর স্বার্থে গোলাম সরওয়ার হিরুকে ভোট দিবে বিএনপি। কারন, জাতীয় নির্বাচনে হিরু নয়, রিমনই তাদের কাছে ভীতি।এছাড়া আসনটিতে ইসালামী আন্দোলনের সমর্থক রয়েছে। গত সংসদ নির্বাাচনে প্রার্থী দিয়ে রেখে প্রচারণা ছাড়াই প্রায় ১৭ হাজার ভোট পেয়েছিল ইসালামী আন্দোলন। গোলাম সরওয়ার হিরু ৯৬’র নির্বাচনে তৎকালিন ইসলামী ঐক্যজোট (মিনার) প্রতিক থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ফলে ইসলামী আন্দোলন চাইছে আসনটি পুনুরুদ্ধার করতে। নেপথ্যে বিএনপি’র সাপোর্ট, আওয়ামীলীগ ইসলাম বিরোধী এমন প্রচার ও সরকারের নানা ব্যর্থতাকে পুঁজি করে ইসলামী আন্দোলন প্রার্থী আওয়ামীলীগ প্রার্থীর জয়লাভের ক্ষেত্রে একপ্রকার চ্যালেঞ্জ হিসেবে মাঠে রয়েছেন। শওকত হাচানুর রহমান রিমন জনপ্রিয় ইউপি চেয়ারম্যান থেকে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামীলীগের সদস্য। একাধিক ব্যাক্তি মনোনয়ন চাইলেও জনপ্রিয়তার বিচারেই রিমনকে মনোয়নন দেয়া হয়েছে এমন ধারনা এলাকাবাসীর। ভোটের রাজনীতিতে আওয়ামীলীগের এমন ক্রান্তিলগ্নে একপ্রকার আসনটি ধরে রাখা রিমনের জন্য একপ্রকার চ্যালেঞ্চ। তবে আওয়ামীলীগ তাদের মুল প্রতিপক্ষ চিহ্নিত করে ঐক্যবদ্ধভাবে প্রচার প্রচারনায় মাঠে রয়েছে। এছাড়াও রিমনের বিরুদ্ধে ধর্মীয় অপপ্রচার কাজে লাগাতেম ব্যার্থ হচ্ছে প্রতিপক্ষ। কারণ, রিমন উপজেলা চেয়ারম্যান থাকাকালীন তাবলিগ জামাতে যোগ দিয়ে বেশ কয়েকবার চিল্লা করেছেন। সম্প্রতি তিনি হ্জ্বব্রত পালন করে এসেছেন।সবকিছু মিলিয়ে আওয়ামীলীগ প্রার্থীর জয়ের বন্দরে নোঙর করার পথে বিএনপি’ই কাটা হয়ে দাড়াতে পারে এমন আংশকা করছেন স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা। আওয়ামীলীগ প্রার্থী এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে কতটা সমর্থ হন সেটা দেখতেই এখন এলাকাবাসীর অপেক্ষা করতে হবে ৩ অক্টোবর পর্যন্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top