সকল মেনু

ঢাবি সিনেটে সরকার সমর্থিত প্যানেলের জয়

D-Un-sm20130929063628 ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, হটনিউজ২৪বিডি.কম,ঢাবি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল সরকার সমর্থিত প্যানেল গণতান্ত্রিক ঐক্য পরিষদ। নির্বাচিত ২৫ জন প্রতিনিধির মধ্যে ১৮ জনই এই পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন। বাকী ৭ জন নির্বাচিত হয়েছেন বিএনপি- জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ থেকে। সতন্ত্র (সম্মিলিত পরিষদ) থেকে কেউ নির্বাচিত হননি। রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে এ ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইন এ ফলাফল ঘোষণা করেন। সকাল ১০টা থেকে ভোট গণনা শুরু হয়। তিন ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনের শেষ ধাপের নির্বাচন শনিবার ঢাবি ক্যাম্পাসের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর আগে দুই ধাপে গত ১৪ ও ২১ সেপ্টেম্বর দেশের প্রায় ২৭টি কেন্দ্রে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ এর ২০(১)(কে) অনুযায়ী ১০৫ সদস্য বিশিষ্ট ঢাবি সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি থাকবেন যারা ঢাবির রেজিস্টার্ড গ্রাজুয়েটদের ভোটে নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ৩৪ হাজার ৫৪৫জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্রে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রায় ২০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাকী ভোটাররা দেশের বিভিন্ন কেন্দ্রে ভোট প্রয়োগ করেন। এ নির্বাচনের প্রধান প্রিজাইডিং কর্মকর্তা ঢাবি কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন আহমেদ হটনিউজ কে জানান, ‘সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’ গণতান্ত্রিক ঐক্য পরিষদের বিজয়ী সদস্যবৃন্দ: অধ্যাপক ড. অসীম কুমার সরকার, এ আর এম মঞ্জুরুল আহসান বুলবুল, এইচ এম এনামুল হক চৌধুরী, ড. এ কে এম গোলাম রাব্বানি, এবিএম বদরুদ্দোজা, অধ্যাপক এম ইকবাল আর্সনাল, এম ফরিদ উদ্দিন, ড. এসএম ইমামুল হক, এসএম বাহালুল হক (চুন্নু), নার্গিস জাহান বানু, মাহফুজা খানম, ড. মোহাম্মদ আবদুস সামাদ (কবি মুহম্মদ সামাদ), ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ আব্দল বারী, ড. মো: আজিজুর রহমান, ড. মো: শামছুল হক ভুঁইয়া, অধ্যাপক ড. মো: শারফুদ্দিন আহমেদ, এবং রামেন্দু (কৃষ্ণ) মজুমদার। জাতীয়তাবাদী পরিষদ থেকে নির্বাচিত সদস্যবৃন্দ: ড. আ ফ ম ইউসুফ হায়দার, ড.আবদুল আজিজ, ড. উম্মে কুলসুম রওজাতুর রোম্মান, ব্যারিস্টার নাছির উদ্দিন আহমেদ (অসীম), মাহফুজ উল্লাহ, ড. মো আবদুল হালিম পাটোয়ারী (টিটো) এবং ড. মো: মোর্শেদ হাসান খান। এ নির্বাচনে তিনটি পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। এদের মধ্যে আওয়ামী বাম সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ, বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ এবং সতন্ত্র প্রার্থীদের নিয়ে সম্মিলিত পরিষদ। ঢাবি সিনেটের ২৫টি পদের জন্য তিন পরিষদের মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ বিজয়ের ফলে ঢাবি সিনেটে সরকার সমর্থকদের আধিপত্য আরো জোরদার হল। গত ২০ জুলাই অনুষ্ঠিত ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সরকার সমর্থিত নীল দল থেকে নির্বাচিত হন ২৭ জন। বাকী ৮ জন নির্বাচিত হন বিএনপি জামায়ত সমর্থিত সাদা দল থেকে।

উল্লেখ্য ২০০৯ সালে অনুষ্ঠিত ঢাবি রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়েছিল সরকার সমর্থিত প্যানেল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top