সকল মেনু

রমনা থানার ওসি’র (তদন্ত) বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

images (1) আদালত প্রতিবেদক :  স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় রমনা থানার ওসি (তদন্ত)একে সাইদুল হক ভুঁইয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গত ৩১ জুলাই ২০ লাখ টাকা যৌতুকের দাবীতে মারধরের অভিযোগ এনে একে সাইদুল হকের স্ত্রী মরিয়ম আক্তার মৌসুমী এ মামলাটি দায়ের করেন। এরপরে গতকাল ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ পরোয়ানা জারী করেন। মামলা দায়েরের পর মামলাটির বিচার বিভাগীয় তদন্ত হয়। তদন্তে ম্যাজিস্ট্রেট যৌতুক দাবী করার বিষয়টি প্রমানিত হয়নি মর্মে প্রতিবেদন প্রদান করেন। উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী আপত্তি দিলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে মামলাটি আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। মামলায় অভিযোগ করা হয়, ২০১১ সালের ২৮ জানুয়ারী আসামির সাথে বাদিনীর বিয়ে হয়।জারিয়াত আজরিন নাযিরা নামে দেড় বছরের একটি মেয়ে আছে। আসামি বিয়ের পর প্রাইভেট কার কেনার জন্য বাদিনীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবী করেন।বাদিনী এত টাকা যৌতুক দিতে পারবেন না জানালে আসামি গত ১৭ জুলাই বাদিনীকে মারধর করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top