সকল মেনু

জনসভায় যোগ দিতে পারেননি এমপি- ১৪৪ ধারা জারি

 কামাল হোসেন মাসুদ, নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালী দ্বীপ হাতিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভা আহবানকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় শনিবার দুপুর ১২ থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জেলার মূল ভূখন্ড থেকে হাতিয়া উপজেলা সদরে যাওয়ার সবগুলো সড়কে হাজার হাজার গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী জানায়, নোয়াখালী -৪ সদর-সূবর্ণচর আসনের সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী নোয়াখালী-৬ হাতিয়া আসন থেকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি।  সে প্রেক্ষিতে হাতিয়ায় জনসংযোগ ও উপজেলা আওয়ামী লীগেরপূর্ব নির্ধারিত শনিবার দুপুরে জনসভায় যোগ দিতে একরামুল করিম চৌধুরী এম.পি. এবং জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ হাতিয়ায় যাওয়ার পথে হাতিয়ার সাবেক সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী’র সমর্থকরা স্টিমারঘাট থেকে বয়ারচর চেয়ারম্যানঘাট পর্যন্ত দীর্ঘ পথে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে। একইভাবে হাতিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে ৫০ কিলোমিটার রাস্তায়ও গাছ ফেলে অবরোধ করে রাখে। একরামুল করিম চৌধুরী এম.পি. ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ হাতিয়ায় পূর্ব নির্ধারিত জনসভায় যোগ দিতে পারেননি। হাতিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ওয়ালিউর হাসান সহিংসতার আশঙ্কায় হতিয়ায ১৪৪ ধারা জারি করার বিষয়টি নিশ্চিত করে জানান ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top