সকল মেনু

কমতে শুরু করেছে সিলেটে নদীর পানি

হটনিউজ ডেস্ক:

সিলেটে নদ-নদীর পানি ধীরগতিতে কমতে শুরু করেছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। আজ রোববার সকালে এ তথ্য জানানো হয়। তবে নগরের প্রধান সড়কগুলো থেকে পানি কমলেও পাড়া-মহল্লার পানি এখনও কমেনি। এসব পানির রং কালো এবং এই পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

পাউবোর সূত্র অনুযায়ী, আজ রোববার সকাল ৯টায় সিলেটে সুরমা নদীর পানির গতি ১০ দশমিক ৭৪ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। যা থেকে বুঝা যায়, পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কানাইঘাট পয়েন্টে পানির গতি সকাল ৯টায় ১৩ দশমিক ৫০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। এখানে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো সূত্রে আরও জানা যায়, কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টের পানি শনিবারের তুলনায় দশমিক শূন্য ৪ সেন্টিমিটার কমে ১৩ দশমিক ৬৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর শেরপুর পয়েন্টে শনিবার থেকে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। রোববার সকালে সেটি আরও কমে ৮ দশমিক ১০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপৎসীমা ৮ দশমিক ৫৫ সেন্টিমিটার।

এছাড়া, লুভা নদীর লুভাছড়া পয়েন্টে পানি শনিবারের তুলনায় দশমিক শূন্য ৪ সেন্টিমিটার কমে ১৩ দশমিক ৭০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। সারি নদের সারিঘাট পয়েন্টে পানি দশমিক শূন্য ৮ সেন্টিমিটার কমেছে। ধলাই নদের ইসলামপুর পয়েন্টে পানি শনিবারের তুলনায় দশমিক ২৮ সেন্টিমিটার কমে রোববার সকালে ৯ দশমিক ৭৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, ‘নদ-নদীর পানির গতি কমছে ধীরে ধীরে। এর মধ্যে উল্লেখযোগ্য নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আশা করছি, অতি দ্রুত অন্য নদীগুলোর পানিও বিপৎসীমার নিচে নেমে আসবে। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top