সকল মেনু

পরিবারের মানববন্ধন ,আশ্বাস এখন হতাশায় পরিণত

baktiar  নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে বাবা-মায়ের সামনে এ-লেভেলের ছাত্র বখতিয়ার মোহাম্মদ লতিফকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে নিহতের স্বজনরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। লাল অক্ষরে ‘জাস্টিস ফর বখতিয়ার’ লেখা সম্বলিত সাদা টিশার্ট পরে মানববন্ধনে অংশ নেয় দুই শাতাধিক মানুষ। এতে নিহতের মা-বাবা, চাচা-চাচীসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে মৌন মিছিলের মাধ্যমে কর্মসূচী শেষ করে বখতিয়ারের স্বজনরা। বখতিয়ারের স্বজনদের অভিযোগ, ঘটনার পর থেকে পুলিশের দেওয়া আশ্বাস এখন দিন দিন হতাশায় পরিণত হচ্ছে। বখতিয়ারের মা মা শামসুন্নাহার ফেরদৌসী বলেন, সন্তান হারিয়েছি তাকে আর কোনো দিন ফিরে পাবো না। অন্তত খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হলে শান্তনা পেতাম। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কান্নায় ভেঙ্গে পড়েন। বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ খোকা বলেন, ঘটনার পর থেকে পুলিশ খুবই তৎপর ছিল। গত কয়েক দিন ধরে কেউ এ ব্যাপারে খোঁজ নিচ্ছে না। শুধু আশ্বাস দিয়েই রেখেছে। সেই আশ্বাস এখন দিন দিন হতাশায় পরিণত হচ্ছে। তিনি বলেন, পুলিশ চাইলে ২৪ ঘণ্টার মধ্যে খুনের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে পারে। এ সময় তিনি সরকারের কাছে বখতিয়ার হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। বখতিয়ার স্বজনদের অভিযোগ, পুলিশ বলছে তারা হত্যার রহস্য উম্মোচনে কাজ করে যাচ্ছে। কিন্তু এতো দিনেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা হতাশায় ভূগছেন। খুনিরা কি ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে নাকি ধরা পড়বে এনিয়ে শংকিত বখতিয়ার পরিবার। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাজধানীর উত্তর যাত্রাবাড়ী আল-সাজেদা ফিলিং স্টেশন সংলগ্ন ৯৬ নম্বর বাড়িতে বাবা-মা’র সামনে বখতিয়ার মোহাম্মদ লতিফকে (১৯) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top