সকল মেনু

ধর্ম ব্যবসায়ীদের প্রতিরোধ করুন —যতীন সরকার

4_21345 নেত্রকোনা প্রতিনিধি:  প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার বলেছেন, যে ধর্মকে মানুষ অন্তরে লালন করে সে ধর্মকে যারা বাজারে বিকায় তারা ধর্ম ব্যবসায়ী। তাদেরকে প্রতিরোধ করতে হবে। শাসকেরাও ধর্মকে ব্যবহার করে। সেই ব্যবহারের বিরুদ্ধেও রুখে দাড়াতে হবে। কেউ কেউ ধর্মকে ব্যবহার করে বলেন এটা তাদের কৌশল। এরাও সাম্প্রদায়িকতাকে আশ্রয়-প্রশ্রয় দেয়। তিনি বলেন, নীরবে সাম্প্রদায়িকতাকে ঘৃনা করলে চলবে না। সর্বাত্মক প্রতিরোধ গড়তে হবে। তিনি শুক্রবার বিকালে জেলা উদীচী কার্যালয়ে সাম্প্রদায়িকতা-জঙ্গীবাদ বিরোধী মঞ্চের উদ্যোগে সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে দেয়া বক্তব্যে এসব কথা বলেন। ব্রজ গোপাল সরকারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব ড. নূর মোম্মদ তালুকদার , জাসদ নেতা নাজমুল হক প্রধান, ছবি বিশ্বাস,সালেহ আহম্মদ।সমাবেশ শেষে ব্রজ গোপাল সরকারকে আহবায়ক ও খান মোহাম্মদ রেজাউল করিমকে সদস্য সচিব করে ৩৪ সদস্য বিশিষ্ট মঞ্চের নেত্রকোনা জেলা কমিটি গঠন করা হয়।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top