সকল মেনু

স্বাধীন দেশে রাষ্ট্রের মালিক জনগণ: কামাল

20130926140317  নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৬ সেপ্টেম্বর:  গণফোরামের সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীন দেশে রাষ্ট্রের মালিক জনগণ। গণতান্ত্রিক দেশ হল জনগণ শাসিত রাষ্ট্র। বড় দলগুলো মনে করে তাদের কথাই সংবিধানে লিখে দেওয়া হয়েছে। কিন্তু সংবিধানে কোনো দলকেই দেশের মালিকানা লিখে দেওয়া হয়নি। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বৃহস্পতিবার দুপুরে ‘চলমান জাতীয় সংকট নিরসনে নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি । বাংলাদেশ জাতীয় পার্টি এ মতবিনিময়ের আয়োজন করে। ড. কামাল হোসেন বলেন, দেশের ১৬ কোটি মানুষ সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারে না, তাই প্রতিনিধিত্বশীল গণতন্ত্র অপরিহার্য। কিন্তু সেই প্রতিনিধিত্ব যদি সঠিকভাবে প্রয়োগ না হয়, তবে বঞ্চিত হয় দেশের মানুষ, সমগ্র জাতি। তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপি উভয় দলই মনে করে তাদের কোনো বিকল্প নেই। কিন্তু জনগণের জন্যে বিকল্প দল থাকতে হবে। এজন্য দল এবং মার্কা দেখে অজ্ঞান হওয়ার আমাদের যে রোগ আছে; সেটা চিকিৎসা করতে হবে। মার্কা আর দল নয়, ব্যক্তি দেখতে হবে। তিনি আরো বলেন, সাধারণ মানুষ নিরক্ষর হতে পারে। মনে রাখতে হবে এখন রিক্সাচালকও সচেতন। তারা বলছে এটা গণতন্ত্র হতে পারে না। তাই অবশ্যই নির্বাচন অবাধ-নিরপেক্ষ হতে হবে, নির্বাচন কমিশনকে স্বাধীন হতে হবে। মনোনয়ন বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, এটা কি বিশ্বের আর কোনো দেশে আছে? এখন মনোনয়ন পেতে ৫-১৫ কোটি টাকা খরচ হচ্ছে। আজ এটা রেওয়াজে পরিণত হয়েছে। এটা গণতন্ত্র হতে পারে না। এটা কালো টাকাতন্ত্র।  সংগঠনের প্রধান উপদেষ্টা ড. এম এ মতিনের সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শিক্ষাবিদ অধ্যাপক ড. আবু সাঈদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ ও সংগঠনের সভাপতি অধ্যক্ষ বি এম নাজমুল হক ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top