সকল মেনু

বসুন্ধরা ২৯তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার শুক্রবার

bashun-bg20130926072416  স্পোর্টস রিপোর্টার, হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ২৯তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে তিনদিনব্যাপী হবে সাঁতারুদের লড়াই। টুর্নামেন্ট আয়োজনে বৃহস্পতিবার অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট পাঁচটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা হবে। অনূর্ধ্ব-১০, ১১-১২ বছর, ১৩-১৪ বছর, ১৫-১৭ বছর, ১৮-২০ বছরের গ্রুপভিত্তিক লড়বে খেলোয়াড়রা। সাঁতারের ইভেন্ট হবে ১০০টি। এছাড়া ডাইভিংয়ে হবে তিনটি ইভেন্ট। তবে মিরপুরের সুইমিং কমপ্লেক্সে ডাইভিং স্প্রিং বোর্ড না থাকায় এই ইভেন্টের দুটি হবে বিকেএসপির ডাইভিং পুলে। আর প্লাটফর্ম ডাইভিংয়ের জন্য লড়াই হবে মিরপুরে। বিজয়ী প্রতিযোগীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে। দলগত চ্যাম্পিয়নরা পাবেন ট্রফি। সর্বোচ্চ পদকজয়ী ছেলে ও মেয়ে সাঁতারুদেরও দেওয়া হবে বিশেষ ট্রফি। আর ফেয়ার প্লে ট্রফি দেওয়া হবে টুর্নামেন্টের সুশৃঙ্খল দলকে। এছাড়া জাতীয় রেকর্ডে নতুন করে নাম লিখতে পারলে বসুন্ধরার পক্ষ থেকে পুরস্কার পাবেন সাঁতারুরা। এই টুর্নামেন্টের জন্য বাজেট ধরা হয়েছে ১৬ লাখ টাকা, যার মধ্যে বসুন্ধরা দেবে ১০ লাখ টাকা। এছাড়াও তারা প্রতিযোগিতা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিশেষ ভূমিকা রাখবেন। প্রতিযোগিতায় ২৮টি জেলা ক্রীড়া সংস্থা, ৩২টি সাঁতার ক্লাব, বিকেএসপি ও আনসারসহ মোট ৬০ দলের ৫০০ জন অংশ নেবেন। শুক্রবার মিরপুরে প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও থাকবেন সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বসুন্ধরা গ্রুপের প্রেস ও মিডিয়া উপদেষ্টা মো: আবু তৈয়ব। ২৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের শেষদিনও উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কৃত করবেন ফেডারেশনের সভাপতি। বিশেষ অতিথি থাকবেন বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি লে. ক. খন্দকার আব্দুল ওয়াহিদ (অব.)। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: রফিজ উদ্দিন রফিজ ও বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং প্রমোশন অফিসার মো: সাইফুল ইসলাম হেলালি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top