সকল মেনু

পাকিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২৮

Pakistan-2620130925221847  ডেস্ক রিপোর্ট, ঢাকা, ২৬ সেপ্টেম্বর:  পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩২৮ জনে দাঁড়িয়েছে। বুধবার নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে দেশটির সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার রাতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ঘটনায় বেলুচিস্তান প্রদেশে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রদেশের মুখপাত্র জান মোহাম্মদ বুলেদি জানান, অন্তত ৩২৮ জন নিহত ও ৪৪০ আহত হয়েছে। তিনি বলেন, ‘আমার আশঙ্কা, মৃতের সংখ্যা আরো বাড়বে। উদ্ধারকর্মীরা এখনো আওয়ারান এলাকায় জীবিতদের অনেকের কাছে পৌঁছাতে পারেনি। ভূমিকম্পে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।’ এর আগে তিনি জানান, মোট ছয়টি জেলা আওয়ারান, কেচ, গোয়াদার, পাঞ্জগুর, চাঘি ও খুজদারে ভূমিকম্প আঘাতে হেনেছে। এলাকায় মোট তিন লাখের বেশি মানুষের বাস। উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে। তবে তারা আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য অগ্রাধিকার দিচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top