সকল মেনু

ভিসির অপসারনের দাবীতে ছাত্রলীগের সড়ক অবরোধ

images (2) গোপালগঞ্জ প্রতিনিধি:  গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীম হাসান রাসেলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের ক্যাম্পাসে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ও বিশ্ববিদ্যলয়ের ভিসি প্রফেসর ড. খাইরুল আলম খানের অপসারনের দাবিতে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ। বুধবার দুপুরে সড়কের উপর গাছ ফেলে ও টায়ার জালিয়ে ঘন্টাব্যাপি গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে রাখে ছাত্রলীগ। দুপুর সাড়ে ১২টায় সড়ক অবরোধ শুরু হয় ও বেলা দেড়টা পর্যন্ত তা চলে। জানাগেছে, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান রাসেল বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে [এডহক] ভিত্তিতে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে চাকুরির জন্য ভিসি বরাবরে একটি আবেদন করেন। ওই আবেদনের উপর গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম গত ১৭ সেপ্টেম্বর সুপারিশ করেন। শেখ সেলিমের করা সুপারিশের ওপর ভিত্তি করে মঙ্গলবার রাসেল ভিসির কাছে গিয়ে চাকুরির বিষয়টি বলেন। কিন্তু ভিসি বিষয়টি নিয়ে কোন গুরুত্ব দেয় না। এর আগেও বেশ কয়েকবার তিনি এধরনের সুপারিশ করেছেন বলে জানান। ভিসির কথায় রাসেল তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা – কর্মচারীরা রাসেলকে কক্ষের মধ্যে আটকিয়ে শারিরিক ভাবে লাঞ্ছিত করে। পরে বিষয়টি স্থানীয় ভাবে সমঝোতার উদ্যোগ নেয়া হয়। আজ বুধবার দুপুরে এঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতা কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে প্রতিবাদ করে এবং ভিসি-র অপসারণ দাবী করে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা শহরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top