সকল মেনু

আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব, পুরো ফিট না হলে খেলার পক্ষ নন কোচ

হটনিউজ ডেস্ক:

এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। কদিন আগে করোনায় আক্রান্ত হয়ে এখন সেরেও উঠেছেন। এখন তিনি চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে খেলার আগ্রহ দেখিয়েছেন। পুরোপুরি ফিট না হওয়ায় কোচ রাসেল ডমিঙ্গো এখনই সাকিবের খেলা পক্ষে নন।

আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘ফিট সাকিবকে পাওয়া দলের জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু ৫০-৬০ ভাগ ফিট একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। টেস্ট খেলার পুরোপুরি ফিট হওয়া জরুরি।’

বাংলাদেশ কোচ আরও বলেন, ‘ যে কারো জন্যই হুট করে এসেই খেলা কঠিন। আর করোনা থেকে উঠেই পুরোপুরি শক্তি পাওয়া যায় না। এটি টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়। ফিটনেস পরীক্ষা দিতে হবে। আমরা তাকে আগামীকাল পরীক্ষা করে দেখব।’

সাকিবের জয়গায় দলে কাকে নেওয়া হবে এ সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘ইয়াসির আলী রাব্বি আছে, সে দুর্দান্ত ফর্মে। শেষ দুই বছর ধরে ৬-৭ নম্বরে ব্যাট এবং ১০-১৫ ওভার বোলিং করতে পারে এমন কাউকে নেওয়া হবে। সৈকতও বিবেচনায় আছে।’

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫-১৯ মে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top