সকল মেনু

ফরিদপুরে লংমার্চ, সমাবেশ শুরু

Faridpur-LongMarch-BG-72520130925071540  স্টাফ করেসপন্ডেন্ট, হটনিউজ২৪বিডি.কম,ফরিদপুর: রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন অভিমুখী লংমার্চ এখন ফরিদপুরে। বুধবার বিকেলে রাজবাড়ীর ঐতিহাসিক আজাদী ময়দানে গণ সমাবেশ শেষে বিকেল ৬টার দিকে ফরিদপুর শহরের আলীপুর গোরস্থান মোড় এলাকায় এসে পৌঁছে। সেখানে ফরিদপুরের নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান। পরে সেখান থেকে তারা মিছিল নিয়ে শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানের দিকে অগ্রসর হন। তাদের সঙ্গে ফরিদপুরের কয়েক হাজার মানুষ মিছিলে অংশ নেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অম্বিকা ময়দানে পৌঁছে তারা। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জনসাধারণ এই জনসভায় যোগ দিয়েছেন। প্রাণ দেব তো সুন্দরবন দেব না-সহ নানা প্রতিবাদী স্লোগানে ফরিদপুরের অম্বিকা ময়দান এখন মুখরিত। সন্ধ্যা পৌনে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অম্বিকা ময়দানে সমাবেশ শুরু হয়েছে। সেখানে প্রথম পর্যায়ে স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top