সকল মেনু

চুলায় ভাত চাপিয়ে পুকুরে মা, পুড়ে ছাই ভাই-বোন

হটনিউজ ডেস্ক:

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগের বীর নারায়ণপুর গ্রামে মাটির চুলার আগুনে পুড়ে ভাই-বোন ছাই হয়ে গেছে। চুলায় ভাত চাপিয়ে পুকুরে যান মা। এ সময় আগুনে ঘরের সঙ্গে ওই দুই শিশুও পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত নোমান (৭) ও মাহি (৩) উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারী বাড়ির ইকবাল হোসেনের ছেলে-মেয়ে।

বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বীর নারায়ণপুর গ্রামের ইকবাল একজন হোটেল বয় হিসেবে জীবিকা নির্বাহ করে আসছে। তার স্ত্রী গোলাপী বেলা ১১টার দিকে রান্না ঘরের মাটির চুলায় দুপুরের খাবার রান্না শুরু করে। রান্নাঘরের সঙ্গে লাগোয়া হচ্ছে তাদের বসতঘর।

রান্না শুরু করে গোলাপী পুকুরে যান এবং পরিবারের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। চুলার পাশে রাখা ছিল শুকনো গাছের পাতা। একপর্যায়ে চুলার আগুন ওই পাতায় ছড়িয়ে পড়লে রান্নাঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। রান্নাঘরে গ্যাসের একটি সিলিন্ডার থাকায় তা বিস্ফোরণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। ওই সময় বসত ঘরের চৌকিতে থাকা দুই শিশুসন্তানও পুড়ে ছাই হয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top