সকল মেনু

পোলান্ডে রুশ রাষ্ট্রদূতের ওপর লাল রঙ নিক্ষেপ

হটনিউজ ডেস্ক:

পোলান্ডে রুশ রাষ্ট্রদূতের ওপর লাল রঙ নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। ইউক্রেনে যুদ্ধের প্রতিবাদে তারা এমন কাণ্ড ঘটিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার ওয়ারস শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোভিয়েত সেনাদের জন্য উৎসর্গকৃত একটি সমাধিক্ষেত্রে এ ঘটনা ঘটে।

খবরে আরও বলা হয়, পোলান্ডের রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেভ সেখানে পুষ্পস্তাবক অর্পণ করতে যান।কিন্তু সমাধিক্ষেত্রে ইউক্রেন যুদ্ধবিরোধী কয়েকশ বিক্ষোভকারীর বিক্ষোভের মুখে পড়েন তিনি।
ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ রাষ্ট্রদূত আন্দ্রেভের পাশে দাঁড়ানো একজন বিক্ষোভকারী পেছন থেকে তার ওপর লাল রঙ ছুড়ে মারেন। প্রতিবাদকারীরা তাকে সমাধিক্ষেত্রে ফুল দিতে বাধাপ্রদান করেন। বিক্ষোভকারীরা রুশ রাষ্ট্রদূতকে ‘ফ্যাসিস্ট এবং হত্যাকারী’ বলে স্লোগান দেন। সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top