সকল মেনু

বিরল নজির, বাংলাদেশসহ ১১ দেশের ১১ ক্রিকেটার নিয়ে দল গঠন!

হটনিউজ ডেস্ক:

আইপিএলের মতো টি-২০ লিগে বহু দেশের ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যায়। তবে তাই বলে কোনও দলের ১১ জন ক্রিকেটার ১১টি আলাদা দেশ থেকে নিয়ে দল গঠনের ঘটনা প্রথম সারির কোনও ক্রিকেট টুর্নামেন্টে বিরল ঘটনা। এবার এমন ঘটনাই ঘটল ফেয়ারব্রেক আমন্ত্রণী টি-২০ টুর্নামেন্টে। এই দলে বাংলাদেশেরও একজন ক্রিকেটার রয়েছেন।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বার্মি আর্মির নারী দলের হয়ে ১১টি আলাদা দেশের ক্রিকেটার মাঠে নামেন। অবশ্য দিয়েন্দ্রা ডটিন ও শিমাইন ক্যাম্পবেল আলাদা আলাদা দেশের প্রতিনিধি হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে।

দেখুন কোন কোন দেশের ক্রিকেটার মাঠে নামলেন একসঙ্গে-
দিয়েন্দ্রা ডটিন: বার্বাডোজ
কাবিশা এগোডেজ: আরব আমিরাত
লরা উলভার্ট: দক্ষিণ আফ্রিকা
হেথার নাইট: ইংল্যান্ড
শিমাইন ক্যাম্পবেল: গায়ানা
ফাতিমা সানা: পাকিস্তান
রুমানা আহমেদ: বাংলাদেশ
তারা নরিস: আমেরিকা
হেনরিয়েট ইশিমউই: রুয়ান্ডা
রুবিনা ছেত্রী: নেপাল
রুচিতা বেঙ্কটেশ: হংকং

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বার্মি আর্মি ১০টি দেশের ক্রিকেটারদের মাঠে নামায় একসঙ্গে। সেক্ষেত্রে ব্রাজিলের রবার্তা আভেরি ও লরা কার্দোসো একসঙ্গে মাঠে নেমেছিলেন বার্মি আর্মির জার্সিতে। দ্বিতীয় ম্যাচে তাদের বদলে দলে জায়গা পান রুবিনা ও রুচিতা। সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top