সকল মেনু

অভিযান নিয়ে ক্ষোভ গাঁজা উদ্ধার ২০ কেজি মামলা হলো ২ কেজি

images (17)  মিয়া মোঃ নোমান, টাঙ্গাইল:  মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্য বলে খ্যাত গোপালপুর উপজেলার হাদিরা গ্রাম থেকে উদ্ধার করা ২০ কেজি গাঁজার মধ্যে ১৮ কেজি গাঁজা গায়েব করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবে শতাধিক গ্রামবাসি এক লিখিত অভিযোগে এ তথ্য জানান। হাদিরা গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল আজিজ, হাদিরা বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজ, রফিকুল ইসলাম এবং আবুল কালাম আজাদ অভিযোগ করেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ গত সোমবার সকাল ১০টায় হাদিরা গ্রামের মৃত বুজু ফকিরের পুত্র মাদক ব্যবসায়ী আব্দুস সালামের বাড়িতে অভিযান চালান। গ্রামের লোকজনের উপস্থিতিতে পরিচালিত অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের লোকজন আব্দুস সালামের ঘর থেকে ২০ কেজি গাজা উদ্ধার করে। অভিযান শেষে মাদক দ্রব্যের কর্মকর্তারা স্থানীয় সাংবাদিকদের নিকটও ২০ কেজি গাজা উদ্ধারের সত্যতা স্বীকার করেন। কিন্তু অভিযান শেষ হওয়ার ১৫ ঘন্টা পর গত সোমবার রাত ১টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ মাত্র ২ কেজি গাজা আটকের ঘটনা উল্লেখ করে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। গোপালপুর থানার ওসি নাসির উদ্দীন জানান, রহস্যজনক কারনে গাজা উদ্ধারের ১৫ ঘন্টা পর তারা থানায় মামলা করতে আসেন। গ্রামবাসিরা আটক করা গাজা নয়ছয় করার অভিযোগ তদন্তের দাবি জানান। এব্যাপারে যোগাযোগ করলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাকিবুজ্জামান জানান, অভিযোগের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। উপপরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ জানান, ২০ কেজি নয়, দুই কেজি গাজা আটক করা হয়। তবে দেরিতে থানায় মামলা করতে যাওয়ার বিষয়টিতে তার ভূল হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top