সকল মেনু

অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা করবেন রংপুর সিটি মেয়র

Jhunto-0120130728110058 রংপুর অফিস:  রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ঢাকার অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা সেবার অবহেলার অভিযোগ করেছেন। এজন্য তিনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপুরণ মামলা করবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার মেয়র তার গুপ্তপাড়ার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঝন্টু জানান, গত ২৮ জুলাই রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হই। সেখানে ১৯দিন চিকিৎসাধীন ছিলাম অ্যাপোলো হাসপাতালের অর্থপেডিক্স কনসালটেন্ট ডা. নান্দ কুমারের তত্বাবধানে। হাসপাতালে থাকা অবস্থায় তার কাছ থেকে বিল নেওয়া হয় ১৪ লাখ ৫৪ হাজার টাকা। এরপর সেখানকার চিকিৎসকরা পরামর্শ দেন এক মাসের বিশ্রামে থাকার। বাড়িতে বিশ্রামে থাকাবস্থায় ডান হাতে ব্যথা অনুভব করি। এরপর রংপুরের গুড হেলথ হাসপাতালে পরীক্ষা করতে গিয়ে সেখানকার চিকিৎসকরা আমার ডান হাতটি এক্সরে করে জানান হাতের হাড় ভাঙ্গা রয়েছে। অথচ অ্যাপোলো হাসপাতালে আমার হাতের হাড় ভাঙ্গা রেখে আমাকে ছাড়পত্র দিল এতে আমি হতবাক হয়েছি। তারা হাড় ভাংগা রয়েছে কি না তাও জানায়নি। তিনি জানান, দেশের স্বনামধন্য হাসপাতাল বলে খ্যাত অ্যাপোলো হাসপাতালে যদি একজন সিটি কর্পোরেশন মেয়রের প্রতি চিকিৎসায় এমন অবহেলা করা হয় তাহলে সেখানে সাধারন রোগীদের কি সেবা দেওয়া হয় এটা আমি জানতে চাই। মেয়র ঝন্টু জানান, আর এ চিকিৎসা সেবার অবহেলার কারণে আমি অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপুরণ মামলা দায়ের করব এবং এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top