সকল মেনু

শ্রমিক-পুলিশ সংঘর্ষ , সাংবাদিক ও পুলিশ সহ আহত ৫০

images (15) মিয়া মোঃ নোমান,টাঙ্গাইল:  টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্প এলাকায় পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে বেতন বৃদ্ধিও দাবিতে মির্জাপুরের শিল্প এলাকা গোড়াই, হাটুভাঙ্গা, সোহাগপাড়া, ক্যাডেট কলেজের আশপাশের গার্মেন্ট থেকে বেরিয়ে এসে শত শত শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুদ্ধ শ্রমিকরা বেশ কিছু যানবাহনও ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে বাঁধা দিলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের বিশেষ শাখার এস আই মামুন ও ইত্তেফাক পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুলসহ অন্তত ৫০ জন আহত হয়। তাদের কে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top