সকল মেনু

ঈদে যাত্রীদের শতভাগ সুবিধা দিতে রেলের বিশেষ ব্যবস্থা-রেলপথ মন্ত্রী

railway minister photo 24-09-2013----2 এস এন ইউসুফ, ঢাকা,২৪ সেপ্টেম্বর:  ঈদে যাত্রীদের শতভাগ সুবিধা নিশ্চিত করতেব রেলমন্ত্রনালয় এবার বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে। কালোবাজারি বন্ধ আর নিরাপদ ভ্রমণের সব ধরণের উদ্যোগ গ্রহন এবং নাশকতা প্রতিরোধেও সর্বাত্মক সচেষ্ট থাকবে রেল মন্ত্রণালয়। ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপদ ট্রেন চলাচল, অধিক যাত্রী পরিবহণ, সুষ্ঠুভাবে টিকেট বিক্রি এবং টিকেট কালোবাজারী রোধকল্পে গৃহীত ব্যবস্থাদি বিষয়ে সাংবাদিকদের সামনে এসব কথা তুলে ধরেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। মন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান, ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত রেলে ভ্রমণকারী যাত্রীদের সুন্দর ভ্রমণের কথা বিবেচনা করে অগ্রিম টিকেটের ব্যবস্থা রয়েছে প্রতি বছরের ন্যায়। আগামী ২ আগস্ট থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়ে ৬ অক্টোবর পর্যন্ত এ অগ্রিম টিকেট বিক্রি চলবে। প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার আসনের বিপরীতে এসব টিকিট বিক্রি হবে। এছাড়াও অতিরিক্ত ২৫ ভাগ স্ট্যাডিং টিকিট বিক্রি হবে। সম্মেলনে আরও জানানো হয়, এবারের ঈদকে সামনে রেখে ৯টি স্পেশাল ট্রেন ঢাকার কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। শোলাকিয়ায় ঈদের জামাত উপলক্ষে ঈদের দিনেও চালু থাকবে ৪টি স্পেশাল ট্রেন। ঈদ উপলক্ষে ঈদের পূর্বের ৫দিন থেকে সব ধরণের মালবাহী ট্রেন বন্ধ রাখা হবে। টিকেটের কালোবাজারি প্রতিরোধে ঈদুল ফিতরের মতো এ ঈদেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর কথা রয়েছে। পাশাপাশি জোরদার করা হবে আইন শৃঙ্খলা ব্যবস্থা। যাত্রীদের সেবাদেয়ার লক্ষ্যে রেলের উর্দ্বতন সকল কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সব ধরণের আন্তনগর ট্রেনের ডে-অফ প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রী এ সময় জানান ঈদ উপলক্ষে পূর্বাঞ্চলে ৫ জোড়া ও পশ্চিমাঞ্চলে ৪ জোড়া সহ মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে। এছাড়া ঈদের দিন ৪ জোড়া বিশেষ ট্রেন চলবে। ঈদের অগ্রীম টিকেট ঈদের পূর্বের ৫ দিনের হিসেবে আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে বলেও মন্ত্রী এ সময় উল্লেখ করেন। এই ব্যবস্থায় আগামী ১১ অক্টোবর হতে ১৫ অক্টোবর পর্যšত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যšত নির্দিষ্ট যাত্রার দিনের ধরাবাহিকভাবে ২ অক্টেবর থেকে ৬ অক্টোবর পর্যšত ট্রেনের সকল শ্রেণীর অগ্রীম টিকেট বিক্রি করা হবে। ঈদ ফেরত যাত্রীদের ক্ষেত্রে আগামী ১৮ অক্টোবর হতে ২২ অক্টোবর পর্যšত ধরাবাহিকভাবে ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যšত ট্রেনের সকল শ্রেণীর অগ্রীম টিকেট বিক্রি করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top