সকল মেনু

চাঁদপুরে আইটি পার্ক স্থাপন এবং তথ্য প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

download (8) নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  জেলা পর্যায়ে আইটি পার্ক স্থাপন এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠী গড়া শীর্ষক এক সেমিনার চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রনালয়ের আয়োজনে অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন, চাঁদপুরের জেলা প্রশাসক ইসমাইল হোসেন। আইটি পার্ক স্থাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, যুগ্ম সচিব বেলাল হোসেন ও সরকার আবুল কালাম। চাঁদপুরে হাইটেক বা আইটি পার্ক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, শহরের পুরানবাজার ডিগ্রি কলেজের উপাধক্ষ রতন কুমার মজুমদার। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল্লাহ নুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাদেকুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, রাজনীতিক আবু নঈম দুলাল, প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাংবাদিক ফারুক আহম্মদ।

সেমিনারে প্রযুক্তি উদ্যোক্তা, শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top