সকল মেনু

সিলেটে ভর্তি বাণিজ্য নিয়ে অর্থমন্ত্রীর ক্ষোভ

Mohit20130924094449 সিলেট প্রতিনিধি,হটনিউজ২৪বিডি.কম:  দেশের ছাত্র সংগঠনগুলোর ভর্তি বাণিজ্যের প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বদমাশ হয়ে গেছে গোটা ছাত্র সমাজ। এটা দেশ ও জাতির জন্য দুঃখের বিষয়। সব ছাত্র সংগঠনের নেতারা কমিশন খায় বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। মঙ্গলবার বিকেলে সিলেটের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মদনমোহন কলেজের এক হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে ৪০০ জন ফি দিয়ে ভর্তি হয়েছে বাকিরা ছাত্রনেতাদের কমিশন দিয়ে ভর্তি হয়েছে- এমন তথ্য জানার পর অর্থমন্ত্রী ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করেন। সেই সঙ্গে ফি দিয়ে ভর্তি হওয়া ৪০০ জন শিক্ষার্থী ছাড়া অন্য সবার ভর্তি বাতিল ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে অনলাইনে ভর্তির নির্দেশ দেন। ভর্তি না হয়ে কলেজে প্রবেশ করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে পিটুনি দিবে বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, এক হাজার ৩০০ ছাত্র ফি দিলে কলেজের ৭০ লাখ টাকা আয় হয়। চুরি ও কমিশন বন্ধে এখন থেকে অনলাইনে ভর্তি হওয়ার জন্য একমাসের সময় বেঁধে দিয়েছি। অর্থমন্ত্রীর এমন ঘোষণার পর বাংলানিউজের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গভর্নিং বডির সভায় অর্থমন্ত্রী বিষয়টি জানার পর অনলাইনে ভর্তি কার্যক্রম করতে আমাকে একমাসের সময় বেঁধে দিয়েছেন। ছাত্রসংখ্যা এক হাজার ৩০০ নয় বলে তিনি আরও জানান, ডিগ্রি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে মোট এক হাজার ১১৮ জন পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে। এদের মধ্যে ৪০০ ছাত্র ছাড়া বাকি সবার বকেয়া আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top