সকল মেনু

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কারখানা বন্ধ ঘোষণা

GAZIPUR CLASH20130923033033  জেলা প্রতিবেদক, গাজীপুর, ২৩ সেপ্টেম্বর:  ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন।

সোমবার সকালে বড়বাড়ি এলাকার ইন্টারফ্যাক্ট সোয়েটার, লাক্সমা এপারেলস লিমিটেড ও কলম্বিয়া গার্মেন্টসসহ বেশ কয়েকটি গার্মেন্টেসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেন তারা। এ সময় পুলিশ বাধা দিলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

শ্রমিকদের বিক্ষোভের কারণে উভয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের বিক্ষোভের মুখে এলাকার অধিকাংশ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top